রাঙামাটি জেলা হাসপাতালে ২৫০ শয্যার নবনির্মিত হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন

রাঙামাটি প্রতিনিধি | বুধবার , ৩ ফেব্রুয়ারি, ২০২১ at ৫:২৬ অপরাহ্ণ

রাঙামাটি জেলা হাসপাতালে ২৫০ শয্যার নবনির্মিত হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য দীপংকর তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
রাঙামাটি সদর হাসপাতালে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা পরিষদ সদস্য ও হাসপাতালের আহ্বাবায়ক সবির কুমার চাকমা, সদস্য রেমলিয়না পাংখোয়া, রাঙামাটি জেলা সিভিল সার্জন ডা. বিপাশ খীসা, রাঙামাটি মেডিকেল কলেজের সহকারী পরিচালক নিহার রঞ্জন নন্দী, রাঙামাটি হাসপাতালের আর এমও ডা. শওকত আকবর সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অর্থায়নে ১৭ কোটি ৭১ লক্ষ টাকা ব্যয়ে গণপূর্ত বিভাগ ১১ তলা বিশিষ্ট এই হাসপাতালটি বাস্তবায়ন করবে।
এই হাসপাতালে ৩ তলা ভবন, আন্ডারগ্রাউন্ড পার্কিং, ওপিডি, ইমার্জেন্সি ডক্টরস রুম, অপারেশন থিয়েটার, আইসিইউ, সিসিইউ, কিডনি ডায়ালাইসিস সেন্টার ইত্যাদি স্থাপিত হবে।

পূর্ববর্তী নিবন্ধনাশকতা মামলায় কারাগারে বিএনপির সালাহউদ্দিন
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে পানিতে পড়ে শিশুর মৃত্যু