রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

রাঙামাটি প্রতিনিধি | বুধবার , ১০ জুলাই, ২০২৪ at ১২:২৪ অপরাহ্ণ

রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের বেতবুনিয়া বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করছে ইউপিডিএফ সমর্থিত তিন সংগঠন।

১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসববিধি আইন বাতিলের ষড়যন্ত্রের অভিযোগে এই বিক্ষোভ সমাবেশ করছে পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশন।

বুধবার (১০ জুলাই) সকাল সাড়ে ১১টার অবরোধ করে বিক্ষোভ সমাবেশ শুরু হয়। এসময় প্রায় ঘন্ট্যাব্যাপী সড়কের অবরোধের কারণে মহাসড়কের যানজট সৃষ্টি হয়। দুপুর সোয়া ১২টার কর্মসূচি শেষ করলে সড়কে যান চলাচল শুরু হয়।

তবে বিক্ষোভ সমাবেশের পর পুলিশ কয়েকধাপে নেতাকর্মীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে সফল হয়নি। এসময় পুলিশের সঙ্গে নেতাকর্মীরা বাকবিতণ্ডায় জড়ায়।

পূর্ববর্তী নিবন্ধহাইকোর্টের রায়ে স্থিতাবস্থা, মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র বহাল
পরবর্তী নিবন্ধকর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি ঠিকাদার সমিতির সংবাদ সম্মেলন