রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে আধঘণ্টা যান চলাচল বন্ধ

ইউপিডিএফের ৩ সংগঠনের সমাবেশ

রাঙামাটি প্রতিনিধি | শনিবার , ২০ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:৩১ পূর্বাহ্ণ

খাগড়াছড়ি ও রাঙামাটিতে ২০২৪ সালের ১৯ ও ২০ সেপ্টেম্বর ‘সামপ্রদায়িক হামলা’য় নিহতের প্রতিবাদ, লুটপাট, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউপিডিএফের সহযোগী সংগঠন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম রাঙামাটি জেলা শাখা আয়োজিত সমাবেশের সময় রাঙামাটিখাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। সমাবেশের আগে, দুপুর আড়াইটার দিকে নির্বাণপুর বিহার এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি রাঙামাটিখাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে কুতুকছড়ি বাজারে এসে সমাবেশ করে। সড়ক অবরোধ করে সমাবেশ করায় রাঙামাটিখাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে আধা ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে পড়ে। সমাবেশে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার সভাপতি তনুময় চাকমার সভাপতিত্বে বক্তব্য দেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সংগঠক নির্ণয় চাকমা, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি কুনেন্টু চাকমা, হিল উইমেন্স ফেডারেশন রাঙামাটি জেলা শাখার দপ্তর সম্পাদক রিতা চাকমা, গণতান্ত্রিক যুব ফোরাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক প্রিয়তন চাকমা প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআজ শিল্পকলায় ‘শিশু-বিশ্ব’ সম্মাননা অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধমুক্তিযোদ্ধা দুলাল চন্দ্র দত্ত