রাঙামাটি জেলা কারাগারে বীর বাহাদুর (২৯) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে তাকে অসুস্থ অবস্থায় কারাগার থেকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর খান বলেন, কারাগার থেকে এক কয়েদিকে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়ার জন্য তার লাশ মর্গে রাখা হয়। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে। কারা সূত্রে জানা গেছে, বীর বাহাদুর মাদক মামলায় ৫ বছর এবং একটি চুরি মামলায় ৬ মাসের সাজা ভোগ করছিলেন।
রাঙামাটি জেলা কারাগারের জেলার মজিবুর রহমান মজুমদার জানান, রাঙামাটি শহরের রিজার্ভ বাজার পাথরঘাটা এলাকার বাসিন্দা বীর বাহাদুর অসুস্থতা বোধ করলে তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।