রাঙামাটির ২৩ সড়কে ভাঙন

সংস্কারে প্রয়োজন ৪৬ কোটি টাকা

রাঙামাটি প্রতিনিধি | শনিবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:১৩ পূর্বাহ্ণ

বিগত টানা বর্ষণে অর্থাৎ গত ৩১০ আগস্ট পর্যন্ত পাহাড়ি জেলা রাঙামাটির বিভিন্ন উপজেলায় পাহাড়ধসসহ সড়কের বিভিন্নস্থানে ভাঙন সৃষ্টি হয়েছে। এরমধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর আওয়তায় মোট ২৩টি সড়ক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যার দৈর্ঘ্য ২৪ কিলোমিটার। এছাড়াও ছোটখাটো অনেক সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে সবমিলে ২৪৫ কিলোমিটার সড়ক। তবে ২৪ কিলোমিটার সড়ক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কগুলো মেরামত করতে প্রায় ৪৬ কোটি টাকা ব্যয় হবে বলে জানিয়েছে, রাঙামাটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)

রাঙামাটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে আরো জানা গেছে, রাঙামাটি সদর, কাউখালী, কাপ্তাই, রাজস্থলী ও বাঘাইছড়ি উপজেলায় সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বিশেষ করে কাউখালী উপজেলায় সড়কের বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যে সবগুলো সড়ক ছোটখাটো মেরামত করে চালু করে দেয়া হয়েছে। কোনো সড়ক ব্লক নেই।

এ বিষয়ে রাঙামাটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. আহামদ শফি বলেন, বিগত টানা বর্ষণে রাঙামাটি জেলায় সড়কের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে এলজিইডির আওয়তায় রাঙামাটি জেলায় ২৩টি সড়ক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যার দৈর্ঘ্য ২৪ কিলোমিটার। এছাড়াও ছোটখাটো সবমিলিয়ে ২৪৫ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ২৪ কিলোমিটার সড়ক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ২৪ কিলোমিটার রাস্তা মেরামত করতে গেলে তাদের প্রায় ৪৬ কোটি টাকা লাগবে। এগুলোসহ আরো নতুন কিছু রাস্তা ধরে মোট ১০০ কোটি টাকার ডিপিপি প্রণয়ন করে মন্ত্রণালয় পাঠানো হয়েছে। তিনি আরো জানান, বান্দরবান ও খাগড়াছড়ি থেকেও একটি তালিকা করে প্রণয়ন করে মন্ত্রণালয়ে সাবমিট করা হবে। এই প্রকল্প পাশ হলে সড়ক মেরামতের কাজ ধাপে ধাপে করা হবে। সড়ক ও জনপথ অধিদপ্তর রাঙামাটি অফিস সূত্রে জানা গেছে, রাঙামাটিঘাগড়াচন্দ্রঘোনা ভায়া বান্দরবান সড়কে ২১টি, চট্টগ্রামরাঙামাটি জাতীয় মহাসড়কে ১০টি, বাঙালহালিয়ারাজস্থলী সড়কে ৭টি, রাঙামাটিমহালছড়িখাগড়াছড়ি সড়কে ৩টি, বগাছড়িনানিয়ারচর সড়কে ২টি ও রাণীরহাটকাউখালী সড়কে ১টিসহ মোট ৪৪ পয়েন্টে সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ প্রসঙ্গে রাঙামাটি সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানান, রাঙামাটি সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের আওয়তায় প্রায় ৪৪টি সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১দশমিক ৭ কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সড়কগুলো সংস্কার ও রক্ষায় কাজ করতে প্রায় ৯ কোটি টাকা প্রয়োজন।

পূর্ববর্তী নিবন্ধরামুর গহীন পাহাড়ে অস্ত্রের কারখানা
পরবর্তী নিবন্ধমাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে মহানগর গাউসিয়া কমিটির র‌্যালি