রাঙামাটির বাঘাইছড়ি উপজেলাধীন সাজেক পর্যটন এলাকায় সড়ক দুর্ঘটনায় ৮ জন আহত হয়েছেন।
আজ শনিবার (১৬ জানুয়ারি) সকালে সাজেক যাওয়ার পথে পর্যটকবাহী একটি নোহা মাইক্রোবাস সাজেকের শিজক ছড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে এই দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী ও সেনাবাহিনী আহতদের দ্রুত চিকিৎসার জন্য দীঘিনালা সদর হাসপাতালে প্রেরণ করেন।
ঘটনাস্থলে সেনাবাহিনীর একটি টিম স্থানীয়দের সহায়তায় দুর্ঘটনায় পাহাড়ি খাদে পড়ে যাওয়া গাড়িটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
এ বিষয়ে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাফিল মজুমদার জানান, শিজক ছড়া এলাকায় সকালে পর্যটকবাহী একটি গাড়ি সাজেক যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে গেলে দুর্ঘটনাটি ঘটে।
তিনি জানান, আহতদের দ্রুত উদ্ধার করে দীঘিনালা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধারে কাজ করছে যৌথবাহিনী।