রাঙামাটির লংগদুতে নিখোঁজ গৃহবধূর লাশ উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি | রবিবার , ২৫ এপ্রিল, ২০২১ at ৭:২৬ অপরাহ্ণ

রাঙামাটির লংগদু উপজেলার নাজিমটিলা এলাকার এক আম বাগান থেকে শনিবার (২৪ এপ্রিল) রাতে এক তরুণীর লাশ উদ্ধার করেছে লংগদু থানা পুলিশ।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত জোবেদা খাতুন আকলিমা (২৫) উপজেলার পশ্চিম ভাইট্টাপাড়ার আব্দুল জব্বারের মেয়ে। তার দু’টি সন্তান রয়েছে। তার
স্বামী সুরুজ আলী বছর খানেক আগে অন্যত্র বিয়ে করেছেন।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, “খবর পেয়ে আমরা নাজিমটিলার এক আম বাগান থেকে নিখোঁজ হওয়া আকলিমার লাশটি উদ্ধার করেছি। লাশের মাথায় পচন ধরেছে। বাহ্যিক কোনো আঘাতের চিহ্ন বোঝা যাচ্ছে না।”
নিহত আকলিমার বাবা আব্দুল জব্বার জানিয়েছেন, গত বুধবার সকালে আকলিমা বাড়ি থেকে মামা বাড়িতে যাওয়ার কথা বলে বের হয়। দিন শেষে আকলিমা ফিরে না আসায় স্বজনরা তাকে খুঁজতে থাকে।
গত তিন দিন কোথাও খুঁজে না পেয়ে শনিবার সকালে লংগদু থানায় সাধারণ ডায়রি (জিডি) করেন আকলিমার বাবা আব্দুল জব্বার।
শনিবার বিকালে স্বজনরা আবারও আকলিমাকে খুঁজতে বের হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে পাশের গ্রামের এক আম বাগানে
আকলিমার অর্ধগলিত মৃতদেহ খুঁজে পান তারা।
আব্দুল জব্বার আরও বলেন, “আকলিমার স্বামী সুরুজ আলী বছর খানেক আগে অন্যত্র বিয়ে করে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহের জেরে আকলিমা আমার বাড়িতে চলে আসে।”
আকলিমার স্বামী সুরুজ আলী, তার শ্বশুর হাশেমসহ ওই পরিবারের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা আছে উল্লেখ করে তিনি বলেন, “আমার ধারণা তারাই আমার
মেয়েকে হত্যা করেছে।”
আজ রবিবার লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি মর্গে পাঠানো হবে। পরিবার মামলা করলে সেই মোতাবেক পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে লংগদু থানা
পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধদুই সপ্তাহের জন্য ভারতের সঙ্গে সব সীমান্ত বন্ধ ঘোষণা
পরবর্তী নিবন্ধনিহত শ্রমিকদের ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে