রাঙামাটির রাজস্থলীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

রাঙামাটি প্রতিনিধি | শনিবার , ২৪ এপ্রিল, ২০২১ at ৩:২৮ অপরাহ্ণ

রাঙামাটির রাজস্থলী উপজেলার আমছড়া পাড়া নামক স্থানে সড়ক দুর্ঘটায় একজন নিহত হয়েছে। শনিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে নয়টায় সংঘটিত এ দুর্ঘটনায় মিজান (২৪) নামের গুরুতর আহত একজনকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করার পথে রাস্তায় তার মৃত্যু ঘটে।

খবর পেয়ে রাজস্থলী থানা পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় আরো ২ জনকে উদ্ধার করে রাজস্থলী হাসপাতালে ভর্তি করেন। রাজস্থলী থানা অফিসার ইনচার্জ মফজল আহমদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর এলাকার মোটরবাইক চালক দুইজন যাত্রী নিয়ে রাজস্থলীর উদ্দেশ্যে রওনা হলে আমছড়া পাড়া নামক স্থানে ডিশের লাইনের তারের সাথে জড়িয়ে পড়ে।

এ সময় সড়কের পার্শ্ববর্তী খুঁটির সাথে ধাক্কা লেগে চালক মিজান গলা কেটে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। ঘটনাস্থল হতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে চমেক হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

সড়ক দুর্ঘটনায় নিহত মিজান উপজেলার শফিপুর এলাকার আবদুল জলিলের পুত্র। অপরদিকে মোটরবাইকে থাকা আরো দুই জন যাত্রী আহত হয়। তাদের রাজস্থলী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে বলে কর্তব্যরত চিকিৎসক ডা. বুলবুল হোসেন জানান।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে আরও ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৭৯
পরবর্তী নিবন্ধসরকার গণপরিবহন চালুর চিন্তা করছে : কাদের