রাঙামাটির রাজস্থলীতে আজ ও কাল হরতাল

রাঙামাটি প্রতিনিধি | মঙ্গলবার , ২০ ডিসেম্বর, ২০২২ at ১০:০০ পূর্বাহ্ণ

রাঙামাটির রাজস্থলীতে ছাত্রলীগ নেতা সালাউদ্দিনকে অপহরণের প্রতিবাদে ও অবিলম্বে তাকে উদ্ধারের দাবিতে আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাঙামাটির রাজস্থলীতে হরতালের ডাক দিয়েছে বাঙ্গাহালিয়া সচেতন নাগরিক কমিটি।

গতকাল সোমবার রাজস্থলীর বাঙ্গাহালিয়া সচেতন নাগরিক কমিটির সভাপতি এমদাদুল হক মিলন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, উপজেলায় নিখোঁজ হওয়া ছাত্রলীগ নেতার ১৩ দিনেও সন্ধান না পাওয়ায় রাজস্থলীতে রাঙমাটি ও বান্দরবান সড়কে মঙ্গলবার ও বুধবার হরতালের ডাক দিয়েছেন বাঙ্গাহালিয়া সচেতন নাগরিক কমিটি।

হরতালে শিথিল থাকবে নিত্য প্রয়োজনীয় পণ্যের পরিবহন, এম্বুলেন্স, স্কুল, কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী, শিক্ষকবৃন্দ ও সাংবাদিকবৃন্দ। গত ৪ ডিসেম্বর ঘিলাছড়ি ইউনিয়নের আমতলী পাড়া নামক এলাকা থেকে সালাউদ্দিন নিখোঁজ হয়।

পূর্ববর্তী নিবন্ধ‘আর্জেন্টিনা’কে মারল ‘ব্রাজিল’
পরবর্তী নিবন্ধএক নারীর সহায়তা স্বাবলম্বী দেড়শ নারী