রাঙামাটির রাজবন বিহারে কঠিন চীবর দানোৎসব শুরু

রাঙামাটি প্রতিনিধি | শুক্রবার , ৩১ অক্টোবর, ২০২৫ at ৮:৪৪ পূর্বাহ্ণ

দেশের বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় তীর্থস্থান রাঙামাটির রাজবন বিহারে বেইন ঘর ও সুতা কাটার মধ্যদিয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী ৪৯তম কঠিন চীবর দানোৎসব। গতকাল ৩ তিনটায় বেইন ঘর উদ্বোধন করেন রাজবন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির।

এবার প্রায় ২০০ বেইন ও দেড় শতাধিক চরকার সহায়তায় ৬ শতাধিক দায়কদায়িকা অংশ নেন কঠিন চীবর প্রস্তুতের কাজে। রাজবন বিহার সূত্রে জানা গেছে, আজ শুক্রবার সকাল ৬টা থেকে ১১টা পর্যন্ত চলবে চীবর প্রস্তুত। আর এভাবেই প্রস্তুত করা পূর্ণময় চীবর রাজবন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালঙ্কার মহাস্থবিরের হাতে উৎসর্গের মধ্যদিয়ে শেষ হবে রাজবন বিহারে কঠিন চীবর দানোৎসব।

পূর্ববর্তী নিবন্ধনীতি, আদর্শ ও দেশপ্রেমের ভিত্তিতে রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে
পরবর্তী নিবন্ধক্লাসে বেঞ্চে ফুল রেখে মিমিকে স্মরণ