রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের উপনির্বাচন আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। গত ২৩ সেপ্টেম্বর মগবান ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ চাকমা শ্বাসকষ্টজনিত রোগে মারা গেলে তার পদটি শূণ্য ঘোষণা করা হয়। গতকাল বুধবার বিকেলে সেই শূন্য পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। রাঙামাটি সদর উপজেলা নির্বাচন অফিস জানায়, আজ অনুুষ্ঠিতব্য উপ-নির্বাচনে চেয়ারম্যানে পদে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী বিনিময় চাকমা নৌকা প্রতীক নিয়ে এবং বর্তমান প্যানেল চেয়ারম্যান পুষ্প রঞ্জন চাকমা স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।অপরদিকে আজ বিলাইছড়ি উপজেলার বড়থলী ইউপি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়েছে। গতকাল বিকেল ৫টায় বিষয়টি নিশ্চিত করেন বিলাইছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আমিনুল ইসলাম।
তিনি বলেন, চট্টগ্রাম থেকে হেলিকপ্টারে করে নির্বাচনী সরঞ্জামাদি পৌঁছাবার কথা থাকলেও এখনো তা পৌঁছায়নি। চট্টগ্রামে ঘন কুয়াশার কারণে ফ্লাইট বাতিল করা হয়েছে।