রাঙামাটির বাঘাইছড়িতে বন্দুকযুদ্ধে পিসিপি নেতা নিহত

| মঙ্গলবার , ২০ অক্টোবর, ২০২০ at ৪:৩৫ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বন্দুকযুদ্ধে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাঙামাটির দুর্গম বাঘাইছড়ি উপজেলা সদরের বাবুপাড়ায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(সন্তু) ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(এমএন লারমা) গ্রুপের মধ্যে দুপুর ১টার দিকে বন্দুুকযুদ্ধ সংঘটিত হয়েছে।
এতে উভয়পক্ষের গোলাগুলিতে জনসংহতি সমিতি(এমএন লারমা) গ্রুপের সদস্য রতন চাকমা (২৪) নামে একজন নিহত হয়েছে।
তিনি পাহাড়ি ছাত্র পরিষদ কাচালং কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে জানা গেছে।
তার বাড়ি বাঘাইছড়ির দূরছড়ি এলাকার খিরারছড় এলাকায়। বর্তমানে ঐ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
আইনশৃংখলা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে।
এদিকে, বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, নিহতের মরদেহ উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে রওনা দিয়েছে। এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে ভোটকেন্দ্রে সংঘর্ষ, আহত ২
পরবর্তী নিবন্ধপাহাড় ধসে মারিশ্যা-দীঘিনালা সড়ক যোগাযোগ বন্ধ