রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ি দুই আঞ্চলিক দলের জেএসএস (সন্তু) ও জেএসএস (এমএন লারমা) দলের মধ্যে পৌরসভার তালুকদার পাড়া এলাকায় দিনদুপুরে ব্যাপক গুলি বিনিময় হয়েছে। এতে উভয়পক্ষের মধ্যে সাত শতাধিক রাউন্ড গোলাগুলির ঘটনা ঘটেছে।
এতে একজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেলেও কোনো পক্ষ তার সত্যতা নিশ্চিত করেনি।
গুলি বিনিময় চলাকালে মুসলিম ব্লক ঈমাম পাড়া জামে মসজিদ, হাজিপাড়া নুর টাওয়ার ও কাচালংবাজার আওয়ামী লীগ নেতা হাজি আবদুল শুক্কুরের বাড়িতে গিয়ে গুলি পড়ে। এতে জনমনে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাইযুম বলেন, “তারা গোলাগুলি নিয়মিত করছে। সেটা তাদের নিজস্ব ব্যাপার কিন্তু মানুষের বাসায় গুলি এসে পড়ছে এর আমি তীব্র নিন্দা জানাই।”
তিনি অবিলম্বে প্রত্যাহারকৃত সেনা ক্যাম্প পুনরায় স্থাপনের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।
এদিকে, বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “দিনদুপুরে দুই দলের মধ্য ব্যাপক গুলিবিনিময় হয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।”












