রাঙামাটি শহরের বনরূপা বাজার তদারকি ও অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। গতকাল রোববার দুপুর ১২টার দিকে সংস্থা দুইটির জেলা কার্যালয়ের সমন্বয়ে বনরূপা বাজার তদারকি ও অভিযান করা হয়।
এ সময় মাছের বাজারে বিশেষ তদারকি করা হয়। দৈবচয়ন ভিত্তিতে মাছের ফরমালিন টেস্ট করা হয় ও চিংড়ি মাছে জেলি আছে কিনা যাচাই করা হয়। অভিযান চলাকালে মূল্য তালিকা প্রদর্শন না করায় দুই মাছ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সকল মাছ ব্যবসায়ীকে মূল্য তালিকা প্রদর্শন করা, মাছে রঙ মেশানো ও প্রজেক্টের মাছ হ্রদের মাছ বলে বিক্রি না করার বিষয়ে সতর্ক করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাঙামাটি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) রানা দেব নাথ ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রাঙামাটির নিরাপদ খাদ্য অফিসার সৌরভ রায়। এতে কোতোয়ালী থানা পুলিশ ও স্থানীয় প্রশাসন অভিযানে সহায়তা করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাঙামাটি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রানা দেব নাথ বলেন, বিশেষ করে বনরূপার মাছ–মাংসের বাজার তদারকি ও অভিযান পরিচালনা করা হয়। মূল্য তালিকা প্রদর্শন না করায় দুই মাছ ব্যবসায়ীকে ৫ হাজার জরিমানা করা হয়েছে। এছাড়া মাছের ফরমালিন টেস্ট ও জেলি মেশানো হয়েছে কিনা এসব যাচাই করা হয়েছে।