রাঙামাটির তিন উপজেলায় ১০ ইউনিয়নে ভোট

রাঙামাটি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১১ নভেম্বর, ২০২১ at ৭:৩৬ পূর্বাহ্ণ

আজ ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে রাঙামাটি পার্বত্য জেলার তিন উপজেলায় ১০টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এগুলোর মধ্যে কাপ্তাইয়ের সদর ইউনিয়ন, রাইখালী ও ওয়াগ্গা, বরকলের সদর ইউনিয়ন, সুবলং, আইমাছড়া ও বড়হরিণা এবং বিলাইছড়ির সদর ইউনিয়ন, কেংরাছড়ি ও ফারুয়া ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনে এসব ইউনিয়নে লড়াই হচ্ছে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে। কেন্দ্রীয় সিদ্ধান্ত না থাকায় রাঙামাটিতে এবার ইউপি নির্বাচনে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ কোনোভাবেই অংশ নিচ্ছে না বিএনপি। জেলা বিএনপির সভাপতি মো. শাহ আলম বলেন, এবার ইউপি নির্বাচনে অংশ নিতে কেন্দ্র থেকে কোনো রকম সিদ্ধান্ত দেওয়া হয়নি। তাই আমাদের কোনো ইউনিয়নে দলীয় প্রার্থী নেই।
এদিকে ইউপি নির্বাচনকে ঘিরে ব্যাপকভাবে সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। এ নিয়ে শঙ্কিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। ইতোমধ্যে ১৭ অক্টোবর কাপ্তাই উপজেলার আওয়ামী লীগের চিৎমরম ইউনিয়নের সভাপতি ও দলীয় চেয়ারম্যান প্রার্থী নেথোয়াই মারমা সন্ত্রাসীদের গুলিতে খুন হয়েছেন। ২৬ অক্টোবর কাপ্তাই সদর ইউনিয়নে দুই প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের আবদুল লতিফ এবং বিদ্রোহী মহিউদ্দিন পাটোয়ারি বাদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আবদুল লতিফের সমর্থক ও কাপ্তাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য সজিবুর রহমান মারা যান। এসব সহিংসতার ঘটনায় সুষ্ঠু ভোট অনুষ্ঠান নিয়ে ভোটারদের মাঝে শঙ্কা দেখা দিয়েছে।
এদিকে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নেথোয়াই মারমা খুন হওয়ায় কাপ্তাইয়ের চিৎমরম ইউনিয়নে দ্বিতীয় ধাপের ১১ নভেম্বর থেকে পিছিয়ে তৃতীয় ধাপে ২৮ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধনাইক্ষ্যংছড়ির ২ ইউপি নির্বাচন ঘিরে কঠোর অবস্থানে প্রশাসন
পরবর্তী নিবন্ধবৃহত্তর চট্টগ্রামের ৬২ ইউপির নির্বাচন ২৩ ডিসেম্বর