পার্বত্য জেলা রাঙামাটির ঘাগড়া বন স্টেশন ও সেনাবাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গামারি ও সেগুন গোল কাঠ জব্দ করেছে।
আজ মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকাল ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ বন বিভাগের মগাছড়ি এলাকা হতে সেনাবাহিনীর সহযোগিতায় প্রায় ৩শ’ ২৭ ঘনফুট গামারি ও সেগুন কাঠ জব্দ করা হয়। জব্দকৃত কাঠের বাজার মূল্য আনুমানিক ৫ লক্ষাধিক টাকা।
ঘাগড়া বন স্টেশন কর্মকর্তা খন্দকার মাহামুদুল হক মুরাদ জানান, দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা ছালে মো. শোয়েব খান(ডিএফও)-এর নির্দেশ মোতাবেক মগাছড়ি এলাকা হতে সেনাবাহিনীর সহযোগিতায় উক্ত কাঠগুলো জব্দ করা হয়। কাঠগুলো ঘাগড়া বন স্টেশনে রাখা হয়েছে। ইতিপূর্বে আরোও বেশ কিছু কাঠ জব্দ করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।