রাঙামাটির কাউখালীতে গুলির শব্দ

রাঙামাটি প্রতিনিধি  | রবিবার , ৭ জানুয়ারি, ২০২৪ at ১২:১৯ পূর্বাহ্ণ

রাঙামাটির কাউখালী উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের আগের রাতেই পাহাড়ি গ্রামে গুলির খবর পাওয়া গেছে। উপজেলার কলমপতি ইউনিয়নের কোলাপাড়া এলাকায় শনিবার (৬ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে ৩ রাউন্ড গুলির শব্দ শুনতে পায় স্থানীয়রা। স্থানীয় পুলিশ-প্রশাসনও ঘটনার নিশ্চিত করেছে।

অভিযোগ ওঠেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য স্থানীয়দের বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি দেখানো হচ্ছে। এসময় তিনটি ফাঁকা গুলি করা হয়। এলাকাটি পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফের নিয়ন্ত্রণাধীন এলাকা হওয়ায় অভিযোগের তীর ইউপিডিএফের দিকেই। তবে এ ঘটনায় ইউপিডিএফ বক্তব্য জানা সম্ভব হয়নি।

কাউখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা অজয় চক্রবর্তী জানান, ‘কোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমাদের কেন্দ্র রয়েছে। ভোটকেন্দ্রের পাশে গুলির শব্দ শোনা গেছে। ইতোমধ্যে ঘটনাস্থলে বিজিবি, পুলিশ, সেনাবাহিনীসহ সহকারী রির্টানিং কর্মকর্তা গেছেন।’

কাউখালীর ইউএনও এবং সহকারী রির্টানিং কর্মকর্তা রক্তিম চৌধুরী বলেন, ‘আমরা ঘটনাটি শোনার পর ঘটনাস্থলে এসে স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। কী উদ্দেশ্যে এমনটি হলো বিষয়টি খতিয়ে দেখছি। তবে নির্বাচনের ভোটগ্রহণে তেমন কোনো প্রভাব পড়বে না। এখানে বিজিবি, সেনাবাহিনী, পুলিশ- সবাই কাজ করছে।’

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে সাংবাদিক পরিচয়ে প্রতারণা, জরিমানা
পরবর্তী নিবন্ধ৭১ দিনে ৩০৩ অগ্নিকাণ্ড, পুড়ল ৩০২ যানবাহন ২৩ স্থাপনা