রাঙামাটির কাউখালী উপজেলায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহে পচন ধরে গেছে। বিকৃত হয়ে গেছে চেহারাও। ফলে তাৎক্ষণিকভাবে ঐ নারীর পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। স্থানীয়দের ধারণা অন্যত্র হত্যার পর নিরাপদ জায়গা ভেবে তার মরদেহ ফেলে গেছে খুনিরা।
আজ বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকালে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে কাউখালীর ঘাগড়া ইউনিয়নের ‘রেস্টহাট পুলিশ ক্যাম্প’ সংলগ্ন সড়কের পাশে জঙ্গলে পড়ে ছিল মরদেহটি।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে কাউখালী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদউল্লাহ জানান, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। লাশটির চেহেরা সম্পূর্ণ বিকৃত অবস্থায় রয়েছে এবং বয়স আনুমানিক ৩০-৩৫ বছর হবে।