আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে হাজির করতে রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরীকে হেফাজতে নিয়েছে পুলিশ। গতকাল রোববার রাঙামাটি পুলিশ সুপার কার্যালয় থেকে তাকে হেফাজতে নেওয়া হয়। পুলিশের একটি দল তাকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তাকে জিজ্ঞাসাবাদ করবে।
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় অনির্বাণ নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। পরে গত বছরের ৭ অক্টোবর তিনি রাঙামাটি জেলা পুলিশে যোগ দেন। বর্তমানে তিনি রাঙামাটিতে অতিরিক্ত এসপি (ট্রাফিক) হিসেবে কর্মরত। খবর বিডিনিউজের।
পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ বলেন, আন্তর্জাতিক ক্রাইমস ট্রাইবুনালের ডিমান্ড অনুযায়ী আমরা তাকে ট্রাইবুনালে হাজির করানোর জন্য হেফাজতে নিয়ে ঢাকায় পাঠিয়েছি।
অনির্বান চৌধুরী বিসিএস ৩০ ব্যাচের কর্মকর্তা। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কী অভিযোগ সে বিষয়ে তার সহকর্মীরা কিছু বলেননি।