রাঙামাটি জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল ২৮টি চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেছে। গতকাল মঙ্গলবার রাঙামাটি পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে রাঙামাটি পার্বত্য জেলার বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো জিডি মূলে মালিকদের হাতে তুলে দেয়া হয়। রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদের দিকনির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহনেওয়াজ রাজুর সার্বিক তত্ত্বাবধানে মোবাইল হস্তান্তর করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ শাহ ইমরান।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার শাহ ইমরান সকলকে পুরাতন ইলেক্ট্রনিক ডিভাইস (মোবাইল, ল্যাপটপ, ট্যাব) কেনা থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি বলেন, এসব পুরাতন ডিভাইস কিনলেও যথাযথ প্রমাণসহ কেনা উচিত। অন্যথায় এসব পুরাতন ডিভাইস যদি পূর্বে কোনো আমলযোগ্য অপরাধ সংঘটিত করার সময় ব্যবহার করা হয়ে থাকে তাহলে বর্তমানে যিনি ব্যবহার করছেন তিনি বিপদের সম্মুখীন হতে পারেন।
মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে ভিকটিমরা তাদের হারানো ফোন পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং পুলিশ সুপারসহ রাঙামাটি জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জানা যায়, জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের প্রচেষ্টায় এখন পর্যন্ত ১৩৬টি হারানো মোবাইল ফোন উদ্ধার করা হয় যার আনুমানিক বাজার মূল্য ২৭ লাখ ২০ হাজার টাকা।