করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় স্বাস্থ্যবিধি মানাতে রাঙামাটি জেলা প্রশাসনের মোবাইল কোর্টের অভিযান অব্যাহত রয়েছে। গতকাল শনিবার সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রহমান শহরের পৌরসভা ও দোয়েল চত্বর এলাকার ৩টি হোটেলে অভিযান চালায়। এসময় হোটেলগুলোতে কয়েকজন পর্যটক রাখায় ৩টি হোটেলকে ১৩ হাজার টাকা এবং পর্যটকদের নামমাত্র জরিমানা করা হয়। এছাড়া রাঙামাটির পর্যটন কমপ্লেঙের ঝুলন্ত সেতুতে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। সেখানে ৪ জন পর্যটককে পাওয়ায় ও সরকারি বিধি অমান্য করায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে মোট ৮টি মামলায় ২১,৪০০ টাকা জরিমানা করা হয়। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি নিশ্চিতে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো জানান, হোটেলগুলোতে পর্যটক না রাখার কথা থাকলেও অনেকে রাখছেন, আমরা তাদের জরিমানা ও সতর্ক করেছি।










