রাঙামাটিতে হারানো মোবাইল ফোন উদ্ধার করছে এপিবিএন

রাঙামাটি প্রতিনিধি | সোমবার , ১ সেপ্টেম্বর, ২০২৫ at ৪:৩০ অপরাহ্ণ

হারানো মোবাইল ফোন ও বিকাশে ভুল নাম্বারে পাঠানো টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করছে রাঙামাটির ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জেলা শহরের রিজার্ভবাজারে ১৮ এপিবিএন রাঙামাটির অস্থায়ী কার্যালয়ে ইউনিটটির সাইবার ক্রাইম সেল ৩০টি মোবাইল ফোন প্রকৃত মালিমদের কাছে হস্তান্তর করে।

হারানো মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন- ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (পুলিশ সুপার) মো. মাহফুজ আফজাল। এতে বক্তব্য রাখেন- ইউনিটের সহ-অধিনায়ক (অতিরিক্ত পুলিশ সুপার) মো. আফসার উদ্দিন খাঁন, ১৮ এপিবিএনের পরিদর্শক আনিছুর রহমান, হারানো মোবাইল ফোন ফিরে পাওয়া সেবাগ্রহীতা শরমিতা চাকমা ও মো. আতিকুজ্জামান সিফাত।

অনুষ্ঠানে রাঙামাটি জেলা ছাড়াও চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, বগুড়া, কিশোরগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ, কক্সবাজার, ফরিদপুর, নীলফামারী পাবনাসহ দেশের বিভিন্ন স্থান থেকে সেবাগ্রহীতারা এসে ফোন বুঝে নেন। এছাড়া বিকাশে ভুল নাম্বারে যাওয়া ১১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তবে অনুষ্ঠানে উপস্থিত হতে না পারা সেবাগ্রহীতাদের ডাকযোগে মোবাইল ফোন পাঠানো হবে বলে জানিয়েছে ১৮ এপিবিএন। ইউনিটটির সাইবার ক্রাইম সেলের কন্ট্রোল রুম নম্বর: ০১৩২০-১৯৬০১৭।

এসময় সেবাগ্রহীতা সৌমিতা চাকমা বলেন, ‘হারিয়ে যাওয়া ফিরে পেয়ে ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নকে অনেক ধন্যবাদ জানাই। আমি মোবাইল ফোন পাব সে আশা ছেড়েই দিয়েছি।’

১৮ এপিবিএনের সহ-অধিনায়ক মো. আফসার উদ্দিন খাঁন বলেন, ‘মোবাইল হারিয়ে গেলে সংশ্লিষ্ট থানায় জিডি করে আমাদের কাছে পৌঁছালেই হবে। সেক্ষেত্রে আমাদের যে কোনো অফিসারের কাছে হোয়াটসঅ্যাপে জিডি কপি পাঠালেই হবে। এরপর মোবাইল উদ্ধার হলে আমরা প্রকৃত মালিকদের জানাব। যেহেতু আমাদের এই উদ্যোগ শুরু হয়েছে এবং এটি চলমান থাকবে।’

অনুষ্ঠানের প্রধান অতিথি ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (পুলিশ সুপার) মো. মাহফুজ আফজাল বলেন, ‘আমাদের নতুন ইউনিট হওয়ায় অনেক কিছুর সংকট রয়েছে। সংকট নিরসন করা গেলে আমরা আরও ভালোভাবে সেবা দিতে পারব। আবেগের বশে অনেকেই স্যোশাল মিডিয়া, ইন্টারনেট ব্যবহার করায় ব্ল্যাকমেইলের শিকার হন। সেক্ষেত্রে স্যোশাল মিডিয়ায় শেয়ারের ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে। বর্তমানে এআই ব্যবহার করে আমাদের সমাজে মেয়েদের নেতিবাচকভাবে উপস্থাপন করে; যা আমাদের জন্য অত্যন্ত মানহানিকর। ফেসবুকসহ অন্যান্য স্যোশাল মিডিয়া ব্যবহারে আমাদেরকে সিকিউরিটি নিশ্চিত করে ব্যবহার করা উচিত।’

তিনি আরও বলেন, ‘আমাদের সাইবার ক্রাইম সেল চালুর প্রথম মাসেই ৩০টি মোবাইল ফোন ও বিকাশে ভুল নাম্বারে যাওয়া ১১ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে। আপনাদের জিডিগুলো আমাদের দিলে আমরা মোবাইল ফোন উদ্ধারের যথাসাধ্য চেষ্টা করব। এছাড়া ই-মেইল, ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য অ্যাপ হ্যাক করা হয়। আমরা হ্যাক হওয়া আইডিও উদ্ধার করে থাকি। আমরা নিখোঁজ জিডি নিয়েও কাজ করছি।’

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় সড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধআনোয়ারার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কক্সবাজারে ধরা