রাঙামাটিতে হাম-রুবেলা টিকা পাবে ১ লাখ ৩৮ হাজার শিশু

রাঙামাটি প্রতিনিধি | শনিবার , ১২ ডিসেম্বর, ২০২০ at ১১:৩৪ পূর্বাহ্ণ

রাঙামাটিতে ১ লাখ ৩৮ হাজার ৮৪৩ জন শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে। গতকাল শুক্রবার বেলা ১১টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
জেলা সিভিল সার্জন বিপাশ খীসা জানান, আজ শনিবার থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইন চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। এতে ৯ মাস থেকে ৫ বছর বয়সী ৬৭ হাজার ৩৩৯ জন এবং ৫ থেকে ১০ বছরের কম বয়সী ৭১ হাজার ৫০৪ জন শিশুকে টিকা দেওয়া হবে। জেলার ২টি পৌরসভা ও ১০টি উপজেলায় পর্যায়ক্রমে এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন সিভিল সার্জন। ৪০২ জন টিকাদানকারী ও ১৫৯ জন স্বেচ্ছাসেবী পুরো জেলা ঘুরে এসব টিকা দেবেন। সংবাদ সম্মেলনে জেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ডা. মোস্তফা কামালসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবাণিজ্য চুক্তি ছাড়াই ব্রেক্সিটের সম্ভাবনা প্রকট : জনসন
পরবর্তী নিবন্ধফাতেমা বেগম