রাঙামাটিতে স্বতন্ত্র ১৩, নৌকা ৪ ইউপিতে জয়ী

রাঙামাটি প্রতিনিধি | সোমবার , ৭ ফেব্রুয়ারি, ২০২২ at ১১:০৪ অপরাহ্ণ

সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাঙামাটির লংগদু, বাঘাইছড়ি ও জুরাছড়ি- এই তিন উপজেলার ১৭ ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে নৌকা বিজয়ী হয়েছে ৪ ইউপিতে আর বাকি ১৩ ইউপিতে বিজয়ী হয়েছে স্বতন্ত্র প্রার্থী। সোমবার রাতে বেসরকারি ফলাফলে এ তথ্য জানা গেছে।

বাঘাইছড়িতে নির্বাচিত চেয়ারম্যানরা হলেন সারোয়াতলী ইউনিয়নে ঘোড়া প্রতীকে ভূপতি রঞ্জন চাকমা, আমতলী ইউনিয়নে নৌকার বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকে মজিবুর রহমান, খেদারমারা ইউনিয়নে আনারস প্রতীকে বিল্টু চাকমা, মারিশ্যা ইউনিয়নে আনারস প্রতীকে আপন চাকমা, বঙ্গলতলী ইউনিয়নে ঘোড়া প্রতীকে জ্ঞান জ্যােতি কার্বারি এবং সাজেক ইউনিয়নে আনারস প্রতীকে অতুলাল চাকমা।

অপরদিকে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন বাঘাইছড়ি ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রার্থী অলিভ চাকমা ও রুপকারী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জ্যাসমিন চাকমা (ধনেশ্বর)।

লংগদুতে বিজয়ীরা হলেন ১নং আটারকছড়া ইউপিতে নৌকা প্রতীকে অজয় কুমার চাকমা (মিত্র), ২নং কালাপাকুজ্যা বারেক দেওয়ান আনারস (বিএনপি), ৩নং গুলশাখালীতে নৌকা প্রতীকে শফিকুল ইসলাম, ৪নং বগাচত্বরে নৌকা প্রতীকে আব্দুল বশর। ৫নং ভাসান্যাদম হযরত আলী ঘোড়া (বিদ্রোহী), ৬নং মাইনীমুখ কামাল হোসেন কমল আনারস (বিদ্রোহী), ৭নং লংগদু ইউনিয়ন কুলিন মিত্র চাকমা [আদু] (বিদ্রোহী)।

জুরাছড়িতে বিজয়ীরা হলেন জুরাছড়ি সদর ইউপিতে চশমা প্রতীকে ইমন চাকমা, বনযোগিছড়ায় আনারস প্রতীক নিয়ে সন্তোষ বিকাশ চাকমা।

তিন উপজেলার ১৭ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৯, সাধারণ সদস্য পদে ৪১৫ এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৪৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় প্রবাসীর ওপর হামলার ঘটনায় গ্রেফতার ২
পরবর্তী নিবন্ধপতেঙ্গার আদর্শ বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা