রাঙামাটিতে সোয়া ৮ কোটি টাকার গাঁজা ধ্বংস, আটক ১

যৌথ বাহিনীর অভিযান

রাঙামাটি প্রতিনিধি | সোমবার , ১৫ নভেম্বর, ২০২১ at ৬:১৬ অপরাহ্ণ

রাঙামাটির কাউখালীর ঘাগড়া ইউনিয়নের ঢেবাছড়ি এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে প্রায় সোয়া ৮ কোটি টাকা মূল্যের গাঁজা ক্ষেত ধ্বংস করেছে।

এ সময় এক গাঁজা চাষীকে আটক করা হয়। তার নাম জ্যোতিমান চাকমা(৩৬)। জ্যোতিমান ঢেবাছড়ি গ্রামের রেদু কুমার চাকমার ছেলে।

ধ্বংস করা গাঁজার পরিমাণ প্রায় সাড়ে ৫ হাজার কেজি।

আজ সোমবার (১৫ নভেম্বর) সকালে সেনাবাহিনী ও র‌্যাপিড একশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর অভিযানে এই গাঁজা ক্ষেত ধ্বংস করা হয়।

যৌথ বাহিনী ও র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল সোয়া সাতটার দিকে সেনাবাহিনী ও র‌্যবের সদস্যরা ঘাগড়া ইউনিয়নের দুর্গম ঢেবাছড়ি এলাকায় অভিযান পরিচালনা করেন।

এসময় অভিযানের কথা টের পেয়ে পালানোর সময় গাঁজা চাষী জ্যোতিমান চাকমাকে আটক করা হয়। সে দীর্ঘদিন থেকে গোপনে গাঁজা চাষ করে আসছিল।

পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সামনে আটককৃত আসামীর দেখানোমতে তার চাষকৃত ৫ একর জমি হতে প্রায় ৬ হাজার গাছের ১টি গাঁজার ক্ষেত ধ্বংস করা হয়।

ধ্বংসকৃত গাঁজার আনুমানিক সর্বমোট ওজন সাড়ে ৫ হাজার কেজি। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৮ কোটি ২৫ লক্ষ টাকা।

গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাঙামাটি জেলার কাউখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধখেলতে খেলতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতে পোড়া যুবকের মরদেহ ছাদে