রাঙামাটি জোন সদর কর্তৃক রাঙামাটি কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অসহায়, গরিব, দুস্থ ও সুবিধাবঞ্চিত ৬০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার রাঙামাটির কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। রাঙামাটি সদর জোনের পক্ষ থেকে সদর জোনের মেজর নুরুজ্জামানের নেতৃত্বে রাঙামাটি পৌর এলকায় বসবাসরত অসহায়, গরিব, দুস্থ ও সুবিধাবঞ্চিত ৬০ পরিবারের মাঝে বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহায়তায় এবং রাঙামাটি সদর জোনের সহযোগিতায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল (চাল, আটা, ডাল, তেল, চিনি, লবণসহ প্যাকেট)। এ সময়ে উপস্থিত ছিলেন সদর জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন নাজমুছ ছাকিব।