রাঙামাটিতে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিত

রাঙামাটি প্রতিনিধি | মঙ্গলবার , ২০ সেপ্টেম্বর, ২০২২ at ৫:০৭ পূর্বাহ্ণ

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের অধীন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিয়োগের নির্ধারিত লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল সোমবার রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়।
চিঠিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিয়োগের জন্য ২৩ সেপ্টেম্বর তারিখের নির্ধারিত লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করে পরীক্ষার পরবর্তী সময়সূচি সম্পর্কে পরবর্তীতে যথাযথ সময়ে সকলকে জানিয়ে দেওয়া হবে বলে উল্লেখ করা হয়।
তবে কী কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে তা জানা না গেলেও একটি সূত্র জানায়, নিয়োগ কমিটিতে আবারো জেলা প্রশাসনের প্রতিনিধি রাখা নিয়ে মতভেদ দেখা দেয় জেলা পরিষদ ও মন্ত্রণালয়ের মধ্যে। এটি সুরাহা হলে পরিবর্তিতে পরীক্ষার তারিখ জানানো হবে।

পূর্ববর্তী নিবন্ধমেয়েরা গড়ল ইতিহাস
পরবর্তী নিবন্ধকোকেন মামলায় আরও দুজনের সাক্ষ্য