রাঙামাটিতে সব ইটভাটা বন্ধ, ১৩ লাখ টাকা জরিমানা

রাঙামাটি প্রতিনিধি | বুধবার , ১৫ জানুয়ারি, ২০২৫ at ১০:২৩ অপরাহ্ণ

রাঙামাটির কাউখালী উপজেলায় আরও দুইটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ভাটা বন্ধের নির্দেশনা ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত উপজেলার ফটিকছড়ি ইউনিয়নের ডাবুয়ায় এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আতিকুর রহমান জানান।

ইউএনও বলেন, মহামান্য হাইকোর্টের নির্দেশ মোতাবেক কাউখালী উপজেলার ফটিকছড়ি ইউনিয়নের ডাবুয়ায় অভিযান পরিচালনা করে সিবিএম ব্রিকস ও কেবিবি ব্রিকস নামক দুইটি ইটভাটায় এক লাখ টাকা জরিমানা এবং ইটভাটায় ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে ভিজিয়ে সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হয়েছে। পাশাপাশি ইটভাটা দুইটি বন্ধের নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, পার্বত্য তিন জেলার সকল ইটভাটা বন্ধ করার বিষয়ে মহামান্য হাইকোর্টের নির্দেশনার অংশ হিসেবে কাউখালী উপজেলার ১৫টি ইটাভাটার সব কয়টি বন্ধ করা সংক্রান্ত মহামান্য হাইকোর্টের নির্দেশনা প্রতিপালন করা হয়েছে। পুরো অভিযানকালে সব মিলিয়ে ১৩ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে পরিবেশ অধিদপ্তর রাঙামাটি কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) মো. মুমিনুল ইসলাম, সংশ্লিষ্ট এলাকার বন কর্মকর্তাসহ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধলামায় দেশিয় বন্দুকসহ যুবক আটক
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে লরির চাকায় পিষ্ট হয়ে শ্রমিক নিহত