রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৬

প্রান্ত রনি, রাঙামাটি প্রতিনিধি | শনিবার , ২৬ এপ্রিল, ২০২৫ at ৫:৪৯ অপরাহ্ণ

রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। মূলত অটোরিকশার চালকসহ ৬ জনই মারা গেছেন। এরমধ্যে চারজনই চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে, সড়ক দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালক পলাতক রয়েছে। ঘটনার জন্য দায়ী চালককে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার (২৬ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

রাঙামাটি জেলা প্রশাসনের দেয়া তথ্য অনুযায়ী নিহতরা হলেন- চট্টগ্রামের রাউজান উপজেলার কাজী পাড়ার বাসিন্দা সোয়াব আলীর ছেলে মো. আবু তাহের (৫০), হাটহাজারী উপজেলার পূর্ব আলমপুরের মৃত তৈয়ব নিয়ার ছেলে মাহাবুবুর রহমান বাচ্চু (৫০), রাঙ্গুনিয়া উপজেলার মাজার গেইট সাদেক নগর এলাকার মো. সিরাজুল হকের ছেলে জয়নাল আবেদীন ওরফে আবুল বাশার, সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী হাসনাবাদের মৃত হোলজারের ছেলে ইজাদুল (২৫) এবং রাঙ্গামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া তালুকদার পাড়ার আব্দুর রহিমের স্ত্রী নুরুন নাহার (৪০)। তবে অজ্ঞাত এক মারমা নারীর পরিচয় নিশ্চিত করতে পারেনি প্রশাসন।

কাউখালী উপজেলার স্থানীয় এক বাসিন্দা বলেন, শনিবার সকাল সোয়া ১০টার দিকে বেতবুনিয়া বাজার থেকে একটি সিএনজি অটোরিকশা চট্টগ্রামের দিকে যায় এবং বিপরীত থেকে একটি পিকআপ আসে। সিএনজি অটোরিকশাটি ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনায় পতিত হয় বলে এলাকার মানুষজন আমাদের জানিয়েছেন। আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি মর্মান্তিক অবস্থা। আমরা ঘটনাস্থলেই নিহত পেয়েছি তিনজন। পরে আরও তিনজন মারা গেছেন।

আরেক বাসিন্দা জানান, আজকে বেতবুনিয়া বাজার বার। সকালে বাজার করে গন্তব্য যাওয়ার পথে সিএনজি অটোরিকশা ও একটি পিকভ্যান মুখোমুখি সংঘর্ষ হয়। পরে প্রশাসন ও আইনশৃঙ্খলাবাহিনীকে খবর দেওয়ার পর তারা ঘটনাস্থলে আসেন।

নিহত নূর নাহারের স্বামী আব্দুর রহিম বলেন, সকাল বেলা আমার স্ত্রী বেতবুনিয়ায় বাজার করতে এসে সিএনজিতে করে যাওয়ার সময় একটা পিকআপ এসে সামনে থেকে ধাক্কা দিলে সিএনজিটি পুরো দুমড়ে-মুচড়ে যায়। এতে আমার স্ত্রীসহ সিএনজিতে থাকা বেশকয়েক ঘটনাস্থলে মারা গেছেন।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সোহাগ বলেন, পাঁচজন মারা গেছে এটা নিশ্চিত। তার মধ্যে ঘটনাস্থলে ৩ জন মারা গেছেন। হাসপাতালে পাঠানো হয়েছে ৩ জনকে, পরেও তারাও মারা গেছেন। মরদেহগুলো রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) মো. জাহেদুল ইসলাম বলেন, ঘটনাটি দুঃখজনক। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনগত কার্যক্রমগুলো আমরা গ্রহণ করছি। আমরা আশা করছি, এই দুর্ঘটনায় যে গাড়ির চালক দায়ী তাকে আইনের আওতায় আনতে পারব এবং অতি শীঘ্রই আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারব।

বিষয়টি নিশ্চিত করে রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন বলেন, রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের কাউখালী উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। জেলা প্রশাসন এ পর্যন্ত ৫ জনের নাম পরিচয় নিশ্চিত হতে পেরেছে। তবে অজ্ঞাতনামা এক মারমা নারীর নাম পরিচয় পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে আনা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকোতোয়ালীতে যুবলীগ ও ছাত্রলীগের তিন কর্মী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধইপিজেডে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, যুবক গ্রেপ্তার