রাঙামাটিতে শ্বাসকষ্টে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২০ at ১০:৫৫ পূর্বাহ্ণ

রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিশ্বজিৎ চাকমার (৬১) শ্বাসকষ্টে মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকাল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে তিনি মারা যান। স্থানীয় সূত্রে জানা যায়, ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ চাকমা গত ১৫ সেপ্টেম্বর শ্বাসকষ্ট নিয়ে নগরীর একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বিকেল ৫টায় তিনি মারা যান। সাবেক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক মগবান ইউপি চেয়ারম্যান অরুন কান্তি চাকমা বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য যে, বিশ্বজিৎ চাকমা করোনার শুরু থেকে ইউনিয়নের জনগণের সেবায় কাজ করেছেন। জনগণের দৌড়গোড়ায় ত্রাণ পৌঁছে দেয়া থেকে শুরু করে স্থানীয়দের মাঝে করোনা সচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার কর্মকাণ্ডে ভূমিকা রাখেন। তিনি দীর্ঘ ১৬ বছর ইউপি মেম্বারের দায়িত্ব পালন ও ২০১৬ সালে ইউপি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।

পূর্ববর্তী নিবন্ধসাবেক তিন ডিবি সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা খারিজ
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে ১০ লাখ টাকার কাঠসহ দুটি কাভার্ডভ্যান জব্দ