পার্বত্য জেলা রাঙামাটি দূর্গম বাঘাইছড়ি উপজেলার কাচালং নদীতে শামুক সংগ্রহ করতে গিয়ে পানিতে ডুবে রুপশী চাকমা (২৭) নামে এক যুবতীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
আজ সোমবার (১৪ মার্চ) বিকাল ৩টার দিকে বাঘাইছড়ি পৌরসভার ৫নং ওর্য়াডের পদ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই সংঙ্গীসহ কাচালং নদীর পাড়ে শামুক সংগ্রহ করে ফেরার পথে পা পিছলে নদীতে পড়ে ডুবে যায়। এসময় সঙ্গীদের আত্মচিৎকারে স্থানীয় যুবকরা এগিয়ে এসে জাল ও নৌকার সাহায্যে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে।
এ বিষয়ে বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, “সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করা হয়।”
তিনি বলেন, “রুপশী চাকমার বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে মানবিক বিবেচনায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।”