‘আসুন একত্রিত হই, নারী এবং মেয়েদের প্রতি সহিংসতার অবসান করি’ এই প্রতিপাদ্যকে উপজীব্য করে রাঙামাটিতে ‘লিঙ্গভিত্তিক সহিংসতার’ বিরুদ্ধে ১৬ দিনের সক্রিয়তা বিষয়ক নৌ–প্রচারণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । গতকাল বৃহস্পতিবার রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নে বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েট এই নৌ–প্রচারণার আয়োজন করে। এসময় লিফলেট বিতরণ ও আলোচনা সভায় অতিথি ছিলেন মগবান ইউনিয়ন পরিষদ (ইউডি) চেয়ারম্যান পুষ্প রঞ্জন চাকমা।
আশিকার প্রোগাম ম্যানেজার বিপ্লব চাকমার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন মগবান ইউনিয়নের সংরক্ষিত নারী ইউডি সদস্য সুপ্রিয়া চাকমা, আশিকার পিআরএলসি প্রোগ্রামের সমন্বয়কারী বিধান চাকমা, সুজশ কান্তি চাকমা, প্রবীর চাকমাসহ ইউনিয়নের বিভিন্ন বাসিন্দারা।
এসময় বক্তারা বলেন, সহিংসতার প্রভাব প্রজন্মকে আবিষ্ট করে রাখে; সমস্ত স্তরে সম্পদ নষ্ট করে। তাই লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে বিনিয়োগ করা কেবল সঠিক নয়, বুদ্ধিমানের কাজ। এর আগে, সকালে মগবান ইউনিয়নের ইজোর বোটঘাট থেকে বিভিন্নপাড়ার বাসিন্দাদের লিঙ্গভিত্তিক সহিংসতা অবসানে কাপ্তাই হ্রদে নৌকা প্রচারাভিযান করা হয়।












