রাঙামাটিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে ছাত্রদলের বিক্ষোভ

আজাদী অনলাইন | সোমবার , ৪ ডিসেম্বর, ২০২৩ at ১০:০২ পূর্বাহ্ণ

বিএনপির ডাকা নবম দফা অবরোধের শেষ দিনে রাঙামাটিতে  মিছিল ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে ছাত্রদল।

আজ সোমবার সকাল সাড়ে ৭টায় জেলা শহরের তবলছড়ি খাদ্য গুদাম এলাকা থেকে তবলছড়ি সেতু পর্যন্ত জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমনের নেৃতত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়।

এতে ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেয়।

এ সময় ছাত্রদলের নেতারা বলেন, ‘এই সরকারের আমলে অনুষ্ঠিত ২০১৪ সন ও ২০১৮ সনের নির্বাচনে ভোট চুরি করে আওয়ামীলীগ ক্ষমতায় টিকে আছে। এবারও তারা নির্বাচন কমিশনকে ব্যবহার করে বাকশালী কায়দায় ক্ষমতায় থাকতে। দেশের মানুষ এ প্রহসনের নির্বাচন মেনে নেবে না। এসময় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগ ও তফসিল বাতিলের দাবি জানানো হয়।

বিক্ষোভ মিছিল শেষে তবলছড়ি সেতুতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে ছাত্রদলের নেতাকর্মীরা।

এদিকে, একই দাবিতে রাঙামাটি সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো.তানভীরের নেতৃত্বে শহরের জেলা পরিষদের সামনে থেকে রাণী দয়াময়ী স্কুল পর্যন্ত মিছিল অনুষ্ঠিত হয়। এতে কলেজ, শহর ও সদর উপজেলা ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধঅর্থনীতিবিদদের সঙ্গে নোয়াবের মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধআওয়ামী লীগে যোগ দিলেন সীতাকুণ্ড বিএনপি ও যুবদলের দুই নেতা