রাঙামাটিতে যুবলীগ সাধারণ সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

নারী নির্যাতন

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ২১ অক্টোবর, ২০২১ at ১১:৩৪ অপরাহ্ণ

রাঙামাটি জেলা যুবলীগ সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কাজল(৪৫) সহ তিনজনের বিরুদ্ধে রাঙামাটি কোতোয়ালী থানায় নারী নির্যাতন মামলা দায়ের করা হয়েছে। মামলার অন্য আসামীরা হলো বদরুল ইসলাম(২৫) ও রবিউল ইসলাম(৫০)।

আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে ভুক্তভোগী নারী মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, নূর মোহাম্মদ কাজল ভুক্তভোগী নারীকে বিয়ে করবেন বলে প্রলোভন দেখিয়ে অন্তরঙ্গ সম্পর্ক গড়ে তোলেন। ২০১৯ সালের ৭ আগস্ট প্রতারণার মাধ্যমে মামলার অন্য দুই আসামি বদরুল ইসলাম ও রবিউল ইসলামের সহযোগিতায় কাজলের অফিসে ভুক্তভোগী নারীকে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে কাজী ডেকে এনে বিবাহ সম্পন্ন করা হলেও কাবিননামায় স্বাক্ষর করেননি কাজল। পরবর্তী সময়েও ওই নারী বারবার কাবিননামায় স্বাক্ষরের জন্য চাপ দিলে বিভিন্ন অজুহাতে এড়িয়ে যান কাজল।

এ বিষয়ে রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ আজ রাত সাড়ে ১০টার দিকে মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, “যুবলীগ সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কাজল সহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত আছে।”

পূর্ববর্তী নিবন্ধসেই ইকবাল কক্সবাজারে গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধ৪২নং নাসিরাবাদ সাংগঠনিক ওয়ার্ড যুবলীগের শান্তি ও সম্প্রীতি র‍্যালি