রাঙামাটিতে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করল পুলিশ

রাঙামাটি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২ জানুয়ারি, ২০২৫ at ২:৪১ অপরাহ্ণ

রাঙামাটির লংগদু উপজেলার জঙ্গল থেকে গুলিবিদ্ধ একটি লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে উপজেলার কিচিং ছড়া নামক এলাকা থেকে লাশটি উদ্ধার করে লংগদু থানা পুলিশ।

এদিকে, স্থানীয়রা নিহত ব্যক্তিকে ‘আঞ্চলিক রাজনৈতিক দলের কর্মী’ হিসেবে বললেও পার্বত্য চট্টগ্রামের কোনো রাজনৈতিক দলই নিহত ব্যক্তিকে কর্মী বলে নিশ্চিত করেনি।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘আমরা স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উপজেলা সদরের কিচিং ছড়া নামক এলাকা থেকে একটি গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছি। তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।’

বিস্তারিত আসছে…

পূর্ববর্তী নিবন্ধউখিয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুই যুবকের
পরবর্তী নিবন্ধসৌদি রিয়াল দেওয়ার নামে পাঁচ লাখ টাকা নিয়ে উধাও, লোহাগাড়ায় গ্রেফতার ৪