রাঙামাটিতে ম্যাজিস্ট্রেটের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি | বুধবার , ২ জুলাই, ২০২৫ at ৭:৩৩ পূর্বাহ্ণ

রাঙামাটি জেলা শহরের আলম ডকইয়ার্ড এলাকা থেকে মুহাইমিনা ইসলাম উর্মি (২৯) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকালে আলম ডকইয়ার্ড এলাকার ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, মৃত মুহাইমিনা ইসলাম উর্মি রাঙামাটির চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রায়হান চৌধুরীর স্ত্রী। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ওসি মো. সাহেদ উদ্দিন জানান, বনরূপা আলম ডকইয়ার্ড এলাকায় ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজুলাই বিপ্লব স্মরণে চবিতে র‌্যালি ও দোয়া
পরবর্তী নিবন্ধবিস্ফোরক মামলা সীতাকুণ্ড ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২