রাঙামাটি জেলা শহরে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. খোরশেদ আলম জনি (৪১) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের ট্রাক টার্মিনাল (ডলফিন কাউন্টার) এলাকায় ট্রাক ও সিএনজিঅটোরিকশার সঙ্গে সংঘর্ষে জনি গুরুতর আহত হন। পরে তিনি মারা যান।
নিহত খোরশেদ আলম জনি রাঙামাটি পৌরসভার তবলছড়ি নিচের বাজার এলাকার জহির আহমেদ সওদাগরের ছেলে।
নিহতের স্বজনেরা জানায়, রোববার দুপুরে মোটরসাইকেল দুর্ঘটনার পর তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রামে নেয়া হয়। চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত খোরশেদ আলম জনির ঘনিষ্ঠজন ও রাঙামাটি পাবলিক কলেজের প্রভাষক আদনান পাশা সুজা জানান, দুপুরে জনি বনরূপার লেকার্স স্কুলে যাচ্ছিল স্কুল থেকে বাচ্চাকে আনার জন্য। আমি তার কিছুটা পেছনে অন্য মোটরসাইকেলে ছিলাম। ট্রাক টার্মিনাল এলাকায় একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে প্রথম সিএনজি-অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে, পরে ট্রাকের সঙ্গেই সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রামে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ রাঙামাটিতে আনা হচ্ছে।