রাঙামাটির লংগদু উপজেলায় ভাড়ায়চালিত মোটরসাইকেলের ধাক্কায় এক শ্রমিক নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার বাইট্টাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নির্মাণশ্রমিক খলিল রহমান (৪৫) উপজেলার মাইনীমুখ ইউনিয়নের ইসলামাবাদ এলাকার ৫নং ওয়ার্ডের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে অন্যান্য শ্রমিকের সঙ্গে খলিল রহমানও কাজ করছিলেন। হঠাৎ ভাড়ায়চালিত একটি মোটরসাইকেল কাছাকাছি এসে ধাক্কা দিলে সড়কে পড়ে মাথার পেছনে আঘাত পান খলিল। পরে দ্রুত তাকে এবং চালকসহ যাত্রীদের উদ্ধার করে লংগদু সদর হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক শ্রমিক খলিল রহমানকে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লংগদু থানার ওসি (তদন্ত) সরজিৎ দে জানান, সড়ক দুর্ঘটনায় একজন শ্রমিক মারা গেছে বলে খবর পেয়েছি। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।