রাঙামাটি পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মেয়র ও কাউন্সিলর পদে মোট ৮৮জন প্রার্থী। গতকাল রবিবার বিকাল ৫ টার মধ্যে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরা জেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দেন। এছাড়া ৯টি ওয়ার্ডের পুরুষ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরাও তাদের মনোনয়নপত্র জমা দেন। মেয়র পদে ৫ জন, কাউন্সিলর পদে ৬৩জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২০জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রাঙামাটি সহকারী রিটানিং অফিসার মো. জাহিদুল ইসলাম বলেন, ১৭ জানুয়ারি মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে সকল প্রার্থীরা শান্তিপুর্ণ ভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই ১৯ জানুয়ারি। প্রত্যাহারে শেষ সময় ২৬ জানুয়ারি। ভোট গ্রহণ আগামী ১৪ই ফেব্রুয়ারি।