রাঙামাটি জেলা শহরের টিএন্ডটি রায় বাহাদুর সড়ক আবাসিক এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৭টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার (৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার পর থেকেই স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে প্রায় ৭টি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. দিদারুল আলম ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল রাত বারোটার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করে। তবে পানির সমস্যা থাকায় আগুন নেভানো খুব কষ্ট হয়েছে, তারপরেও আমাদের নিজস্ব পানি দিয়ে ও ঘটনাস্থলের পাশের ছোট ঝর্ণা থেকে পানি সংগ্রহ করে দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূতপাত।
এতে আনুমানিক প্রায় ১৪ থেকে ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।












