রাঙামাটিতে মক ভোট কাল

পৌর নির্বাচন

রাঙামাটি প্রতনিধি | বৃহস্পতিবার , ১১ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৫২ পূর্বাহ্ণ

ইভিএম রাঙামাটি পৌরবাসীর জন্য একেবারে নতুন। এবারেই প্রথম ইভিএমে ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা। ইভিএম নিয়ে বিভ্রান্তি দূর করতে ও সহজীকরণের জন্য মক ভোটের ব্যবস্থা করছে রাঙামাটি নির্বাচন অফিস। আগামীকাল ১২ ফেব্রুয়ারি মক ভোট অনুষ্ঠিত হবে রাঙামাটি পৌরসভার প্রতি কেন্দ্রে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সব ভোটকেন্দ্রে এ আয়োজন করা হচ্ছে। এ পৌরসভায় ভোট হবে ১৪ ফেব্রুয়ারি। ৮ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পৌরসভার সব ভোটকেন্দ্রে ইভিএম প্রদর্শনী উদ্যোগ নেয়া হয়েছে। পৌরসভায় মোট ভোটকেন্দ্র ৩১টি। মোট ভোটার হচ্ছেন ৬২,৯১৩ জন। এই পৌরসভায় মেয়র পদে ৫জন ও সংরক্ষিতসহ কাউন্সিলর পদে ৬০ জন প্রার্থী প্রতিদ্বদ্বিতা করছেন। রাঙামাটির সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা শফিকুর রহমান বলেন, ভোটারদের সচেতন ও ইভিএমে অভ্যস্ত করতে মক ভোটের আয়োজন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকাল পটিয়া তারাচরণ আশ্রমের সাধারণ সভা
পরবর্তী নিবন্ধডা. আলী রেজার মৃত্যুবার্ষিকী পালিত