রাঙামাটিতে ভোটার বেড়েছে ৬১ হাজার, ভোটকেন্দ্র বাড়ছে ১০টি

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ২৩ নভেম্বর, ২০২৩ at ৫:১৩ অপরাহ্ণ

তিন পার্বত্য জেলার একটি হলো রাঙামাটি। আয়তনের দিক থেকে রাঙামাটি দেশের সবচেয়ে বড় জেলা হলেও এই জেলায় নির্বাচনি আসন সংখ্যা একটি। ২৯৯ নম্বর পার্বত্য রাঙামাটি আসনে একাদশ জাতীয় নির্বাচনের চেয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার বেড়েছে ৬১ হাজার ১০০ জন।

ভোটকেন্দ্র বেড়েছে আরও ১০টি। দুর্গমতা আর ভৌগোলিকভাবে যাতায়াতের দূরাবস্থার কারণে এই জেলার ১৮টি ভোটকেন্দ্র রয়েছে ‘হেলিসর্টি’।

জেলা নির্বাচন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটির দশ উপজেলার দুই পৌরসভাসহ মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৯ হাজার ৩১৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫০ হাজার ৯৪৪ এবং নারী ভোটার সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৩৭৩ জন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটির দশ উপজেলায় ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ১৮ হাজার ২১৭ জন।

এরমধ্যে পুরুষ ভোটার ছিল ২ লাখ ২০ হাজার ৩৫৪ এবং নারী ভোটার সংখ্যা ছিল ১ লাখ ৯৭ হাজার ৮৬৩ জন। একাদশ জাতীয় নির্বাচনের চেয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা বেড়েছে ৬১ হাজার ১০০ জন। পুরুষ ভোটার বেড়েছে ৩০ হাজার ৫৯০ এবং নারী ভোটার বেড়েছে ৩০ হাজার ৫১০ জন। একাদশ জাতীয় নির্বাচনে ২০৩টি ভোটকেন্দ্র থাকলেও এবার ভোটকেন্দ্র সংখ্যা ২১৩টি; এই নির্বাচনে ভোটকেন্দ্র বেড়েছে ১০টি।

নির্বাচন অফিস সূত্র আরও জানিয়েছে, রাঙামাটির ২১৩টি ভোটকেন্দ্রের মধ্যে দুর্গম এলাকার ১৮টি কেন্দ্র ‘হেলিসর্টি’ অর্থাৎ এই ১৮টি ভোটকেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম ও নির্বাচনকর্মীদের যেতে হবে হেলিকপ্টারের মাধ্যমে। ১৮টি হেলিসর্টি ভোটকেন্দ্রের আয়তনে দেশের সবচেয়ে বড় উপজেলা বাঘাইছড়িতে পাঁচটি, বরকল উপজেলায় দুইটি, জুরাছড়ি উপজেলায় আটটি এবং বিলাইছড়ি উপজেলায় তিনটি। ২১৩টি কেন্দ্রে ভোটকক্ষ থাকবে ১ হাজার ১২১টি।

রাঙামাটির সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মনির হোসেন বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৯ হাজার ৩১৭ জন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটিতে ২০৩টি ভোটকেন্দ্র থাকলেও এবার ২১৩টি; ১০টি ভোটকেন্দ্র রয়েছে।’

তিনি বলেন, ‘যেহেতু নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে আপাতত ভোটার সংখ্যা বাড়ার সম্ভাবনা নেই।’

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়কসহ গ্রেফতার ৩
পরবর্তী নিবন্ধযুব মহিলা লীগের নেত্রীর মামলায় রাঙামাটি ছাত্রদল সভাপতি গ্রেফতার