রাঙামাটির কাউখালী উপজেলার বেতছড়ি এলাকা থেকে ৩১ কার্টুন ভারতীয় অবৈধ সিগারেট জব্দ করেছে যৌথবাহিনী । এসময় পাচারের সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়েছে।
জব্দ করা সিগারেটের দাম আনুমানিক ৩২ লাখ টাকা হতে পারে বলে জানিয়েছেন কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সোহাগ।
বৃহস্পতিবার (৬ মার্চ) ভোর রাত থেকে অভিযান চালিয়ে উপজেলার বেতছড়ি এলাকার শামসুদ্দিনের বাড়ি থেকে এসব অবৈধ সিগারেট উদ্ধারের পর জব্দ করা হয়।
আটকরা হলো- কাউখালী উপজেলা যুবদলের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক সেলিম মাহমুদ (৪০), উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মো. ইসমাইল (৩৮), উপজেলা তাঁতী দলের যুগ্ম সম্পাদক মো. রিপন (৩৫) ও বাড়ির মালিক মো. শামশুদ্দিন।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রাঙামাটি জেলার ভারত সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন রুট ব্যবহার করে এসব ভারতীয় অবৈধ সিগারেট পাচার করে আসছে পাচারকারী একটি সংঘবদ্ধ চক্র।
৫ আগস্ট সরকার পরিবর্তনের পর সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ পাল্টে যায় পাচারকারী গ্রুপের। বুধবার দিবাগত রাতে রাঙামাটি থেকে কাউখালী উপজেলার পানছড়ির উগলছড়ি এলাকা হয়ে বেতছড়ি হয়ে ভারতীয় ৩১ কাটুন ওরিশ ও মুন সিগারেট পাচারের জন্য নিয়ে আসে।
ভোর হয়ে যাওয়ায় আটককৃতরা বেতছড়ি এলাকার জনৈক সামশুদ্দিনের বাড়ির লুকিয়ে রাখে পরে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি টিম ঘটনাস্থলে এসে সিগারেটসহ চারজনকে আটক করে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম সোহাগ জানান, অবৈধ ভারতীয় সিগারেট আটকের ঘটনায় কাউখালী থানার এসআই জুলফিকার বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে কাউখালী থানায় মামলা দায়ের করেছে। আটক চারজনকে জিজ্ঞাসাবাদ চলছে। এদের বাহিরেও যদি কেউ জড়িত থাকে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে।