রাঙামাটির লংগদু উপজেলায় বিয়ের প্রলোভনে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ বিষয়ে মামলা করেছে ভিকটিমের পরিবার। তবে আসামি পলাতক বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, অভিযুক্ত মোহাম্মদ মনির (৩০) লংগদু উপজেলার আটরকছড়া ইউনিয়নের তিন ব্রিজ বটতলা এলাকার আমির হোসেনের ছেলে।
ভুক্তভোগীর পিতা জানান, গত বুধবার রাতে হঠাৎ মেয়েকে খুঁজে না পেয়ে প্রতিবেশী মনিরের বাসায় যান তিনি। সেখানে তাকে না পেয়ে তামাক ক্ষেতে খুুঁজতে গেলে মনির মানুষ দেখে পালাতে চেষ্টা করেন। এরপর এলাকার লোকজন তাকে আটক করে। পরবর্তীতে স্থানীয়দের জিজ্ঞাসাবাদে মনির জানায় কিশোরী তামাক চুল্লির ঘরে আছে। পরে পরিবারের সদস্যরা কিশোরীকে উদ্ধার করে।
লংগদু থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, এক কিশোরীকে ধর্ষণের একটি অভিযোগ আমরা পেয়েছি। আসামিকে আটক করার চেষ্টা চলছে।