রাঙামাটিতে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি | মঙ্গলবার , ২৭ আগস্ট, ২০২৪ at ৮:৪৮ পূর্বাহ্ণ

রাঙামাটির লংগদু উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোনালী তালুকদার (৫৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টার দিকে উপজেলার আটারকছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সোনালী তালুকদার বামে আটারকছড়া গ্রামের যুবেদ কান্তি চাকমার স্ত্রী। তিনি সকালে নিজ বাড়িতে ফ্রিজের তারে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হন। পরে পরিবারের অন্য সদস্যরা এসে ঘরের বিদ্যুৎ সংযোগ বন্ধ করেন। ওই নারীকে উপজেলার একটি হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ইউপি চেয়ারম্যান অজয় চাকমা মিত্র বলেন, ফ্রিজে দীর্ঘদিন পানি জমে থাকায় অকেজু হয়ে পড়েছে বলে তিনি পানি পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। পরে এলাকার মানুষ ও আত্মীয়রা হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান। তবে এলাকায় বিদ্যুৎ সংযোগ সরবরাহ স্বাভাবিক রয়েছে। বিষয়টি নিশ্চিত করেন লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ। তিনি বলেন, নিজঘরেই বিদ্যুতায়িত হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবন্যার্তদের সহায়তায় সিএসই’র কর্মকর্তাদের একদিনের বেতন প্রদান
পরবর্তী নিবন্ধচোর শনাক্তের পাঁচ দিনেও উদ্ধার হয়নি টেক্সি