রাঙামাটিতে বিএনপির ৪ নেতাকর্মী বহিষ্কার

রাঙামাটি প্রতিনিধি | বুধবার , ৫ মার্চ, ২০২৫ at ১০:১৬ পূর্বাহ্ণ

জনমনে আতঙ্ক সৃষ্টি, হুমকি, ভয়ভীতি প্রদর্শন, দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিসহ নীতি ও আদর্শ পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগ এনে দলের চার নেতাকর্মীকে সায়মিক বহিষ্কারের কথা জানিয়েছে রাঙামাটি জেলা বিএনপি। গতকাল মঙ্গলবার জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু ও সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুনের সই করা এক চিঠিতে অভিযুক্ত চারজনকে সাময়িক বহিষ্কারের তথ্য জানায় দলটি।

বহিষ্কৃতরা হলেনরাঙামাটি জেলা বিএনপির সদস্য আনোয়ারুল আজিম (আজম), রাঙামাটি পৌর তাঁতী দলের সভাপতি আলী আজগর বাদশা, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য অনতোষ দাশ ও জেলা কৃষকদলের ক্ষুদ্র ও সমবায় সম্পাদক সুমন চাকমা ওরফে ডাক্তার।

বহিষ্কারাদেশের চিঠিতে জানানো হয়েছে, সাময়িক বহিষ্কৃতদের বিরুদ্ধে দলীয় পদ পরিচয় ব্যবহার করে নিজ স্বার্থে জনমনে আতঙ্ক সৃষ্টি, মানুষকে হুমকি, ভয়ভীতি প্রদর্শন, দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিসহ দলের নীতি ও আদর্শ পরিপন্থি অপকর্মে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগ রয়েছে। এরূপ অপকর্ম থেকে বিরত থাকার জন্য কেন্দ্রীয় ও রাঙামাটি জেলা বিএনপির পক্ষ থেকে দলের সকল নেতাকর্মীকে বারংবার নির্দেশনা প্রদান করা হয়েছে। কিন্তু তারা দলের সকল নির্দেশনা অমান্য করে এসকল গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড চালিয়ে দলীয় সুনাম ও শৃঙ্খলা নষ্ট করছেন। এ সকল কর্মকাণ্ড দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিরোধী হওয়ায় দলের গঠনতন্ত্রের ৫ () ধারা মোতাবেক অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার প্রয়োজনে দলের প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদান পূর্বক সাময়িক বহিষ্কার করা হলো বলে জানানো হয়েছে ওই চিঠিতে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় পেঁয়াজ আবাদে আগ্রহ বাড়ছে
পরবর্তী নিবন্ধনগরে ২৪ ঘণ্টায় আ. লীগ ও ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৩০