রাঙামাটির জীবতলী ইউনিয়নে বন্যহাতির আক্রমণে তাপসি চাকমা (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহতের স্বামীর নাম গোপাল চন্দ্র চাকমা। গতকাল সোমবার ভোররাত সাড়ে ৪টায় রাঙামাটি সদর উপজেলার ১ নং জীবতলী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
জীবতলী ইউনিয়ন পরিষদ সদস্য ধন চাকমা জানান, রাতে ঐ বৃদ্ধা প্রাকৃতিক ডাকে ঘর থেকে বের হয়েছিলেন। ঐ সময় তিনি হঠাৎ হাতির আক্রমণের শিকার হন এবং আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান।
স্থানীয় গ্রামবাসী জানান, জীবতলী ইউনিয়নের পাহাড়ি গ্রামের আশপাশে দীর্ঘদিন ধরে একটি বন্য হাতির পাল বিচরণ করছে। প্রায় প্রতিদিনই বন্য হাতির পাল গ্রামের লোকালয়ে ডুকে ঘর–বাড়ি ও ফসল বিনষ্ট করছে। এতে মানুষ আতংকে দিন কাটাচ্ছে।