রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে, চালক নিহত

রাঙামাটি প্রতিনিধি | মঙ্গলবার , ২০ এপ্রিল, ২০২১ at ৫:৪৭ পূর্বাহ্ণ

রাঙামাটির সদরের দেপ্পোছড়ি এলাকায় ফলবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ৫শ ফুট গভীর খাদে পড়ে চালক সবুজ হোসেন নিহত হয়েছেন। এই ঘটনায় পিকআপের হেলপার পিয়াস উদ্দিন ও আরোহী রতন দাশ গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার সকাল ১১টার সময় এই দুর্ঘটনা ঘটে। গাড়িটি চট্টগ্রাম থেকে ফল বোঝাই করে রাঙামাটি আসার পথে এই দুর্ঘটনার শিকার হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডা. শওকত আকবর জানিয়েছেন, চালক সবুজ হোসেন নিহত হয়েছেন। বাকি আহত দুইজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।
জানা গেছে, চট্টগ্রাম থেকে সকালে ফল বোঝাই করে রাঙামাটিতে আসার সময় চালক ঘুমন্ত অবস্থায় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসারত অবস্থায় চালক সুবজ মারা যান। নিহত চালকের বাড়ি রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায়। আহত হেলপার পিয়াস উদ্দিনের বাড়ি শহরের পুরাতন বাস স্টেশন এলাকায় এবং রতন দাশের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার ফকির হাট এলাকায় বলে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধপার্সেল ট্রেনে পণ্য পরিবহন বাড়ছে
পরবর্তী নিবন্ধমঙ্গলের আকাশে উড়ল ছোট হেলিকপ্টার