রাঙামাটির লংগদু উপজেলার ৪নং বগাচতর এলাকায় কাপ্তাই হ্রদে পানিতে পড়ে মৃত্যুবরণ করেছে এক শিশু।
আজ বুধবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার সময় এ ঘটনা ঘটে বলে জানা যায়।
শিশুটি ৪নং বগাচতর ইউপির মারিশ্যাচর এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল গফফার ভুঁইয়ার নাতি মো. তামিম হোসেন(২)। তার পিতা মো. আব্দুল হামিদ।
জানা যায়, প্রতিদিনের মতো শিশুটি খেলাধুলা করছিল। হঠাৎ সকলের দৃষ্টির অগোচরে লেকের পানিতে নেমে পড়ে। পরিবারের লোকজন দেখতে পেয়ে
তাকে নদী থেকে উদ্ধার করে স্থানীয় রাবেতা হাসপাতাল নিয়ে গেলে হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বগাচতর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল গফফার বলেন, “আমরা সকলে বাড়িতেই ছিলাম। কখন যে চোখের আড়ালে সে পানির দিকে চলে গেল টেরও পাইনি। এই দুঃখজনক ঘটনায় পরিবার ও আত্মীয়স্বজনদের মাঝে নেমে এসেছে শোকাবহ পরিবেশ।”