রাঙামাটিতে পানিতে ডুবে তরুণের মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি | বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:০৪ পূর্বাহ্ণ

রাঙামাটি সদর উপজেলার মানিকছড়িতে পুকুরে ডুবে শরীফুল ইসলাম (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে মানিকছড়ি মসজিদের পুকুরে এ ঘটনা ঘটেছে। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে মানিকছড়ি মসজিদের পুকুরে গোসল করতে যান শরীফুল। পরে তিনি আর পুকুর থেকে উঠেননি। এলাকার লোকজন দুপুর আড়াইটার দিকে পুকুরে জাল ফেললে তার মরদেহ ভেসে ওঠে। এ সময় রাঙামাটি ফায়ার সার্ভিসের টিম এসে তাকে উদ্ধার করে। জানা গেছে, শরীফুল ইসলাম সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড মানিকছড়ি মাস্টার পাড়া এলাকার আব্দুল সালামের ছেলে। তিনি পেশায় শ্রমিক। বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহেদ উদ্দিন জানান, মানিকছড়ি এলাকায় পুকুরে গোসল করতে নেমে একজনের মৃত্যু হয়েছে। আমরা তার ময়নাতদন্ত করতে চাই। এ বিষয়ে আর পরিবারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধঅনন্যা আবাসিক থেকে যুবকের লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধসাউদার্ন ভার্সিটির আইন বিভাগের আঞ্চলিক সংলাপ আজ